মো:আনিছুর রহমান #
আজ ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩নং মোগড়া ইউনিয়নে আলিফা ট্রেডাস এর মাধ্যমে নায্য মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার রেইনা।
ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রাজীব শীল, খাদ্য পরিদর্শক আশিস কুমার সরকার এসময় আরও উপস্থিত ছিলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর সদস্য ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ৩নং মোগড়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন মনির, সাংবাদিক মোশারফ হোসেন, সাদ্দাম, রতন পারভেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের নায্য মূল্যের চাউল তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তিনি আশাবাদী সাধারণ মানুষের জন্য সরকারের এ পক্রিয়া অব্যাহত থাকবে। পরে তিনি চাউল নিতে আসা জন সাধারণের সাথে কথা বলেন।
সরকারের এই খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে ৩০৫ জনকে বছরে পাঁচবার ৩০ কেজি করে চাউল দেওয়া হয়। মোগড়া ইউনিয়নের আরেকটি ওয়ার্ড ছয়ঘরিয়াতে ও মনির ট্রডার্স এর মাধ্যমে ৩০৫ জন মানুষকে একই রকমভাবে নায্য মূল্যের চাউল বিতরণ করা হয়।