
| শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮ | 1060 বার পঠিত | প্রিন্ট
মোজাম্মেল ভূইয়া: আজ শনিবার আখাউড়ায় রাধানগর যুবসমাজের উদ্যোগে রাধানগর লায়ন বনাম রাধানগর টাইগার প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র ও আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, বিশেষ অতিথি আখাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ ভূইয়া বাদল। অনুষ্ঠানের শুরুতে হাসান খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন আখাউড়া পৌরমেয়র তাকজিল খলিফা কাজল,তিনি বলেন যুব সমাজকে মাদক এর ছুবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার মাধ্যমে রক্ষা করার মাধ্যম হতে পারে তাই আমাদের যুব সমাজকে খেলাধুলা মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে।
পরে রাধানগর লায়ন এর অধিনায়ক শিমুল এবং রাধানগর টাইগার দলের অধিনায়ক মেহেদী হাসান মাহি মধ্যে রেখে ফুটবল সর্ট দিয়ে টুর্ণামেন্ট উদ্বোধন করেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সদস্য রাজেশ, হাসান খলিফা, বাবু, ও কনক রাজ প্রমূখ। অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু হয়। খেলার নির্ধারিত সময়ে রাধানগর লায়ন দলের শাহীনের গোলের মাধ্যমে ১-০ গোলে খেলায় জয় পাই রাধানগর লায়ন দল । খেলার প্রচুর দর্শক সমাগম ঘটে। খেলায় তুমুল প্রতিদ্বন্ধিতার সৃষ্টি হয়। খেলায় প্রধান আকর্শন ছিল একটি খাশি। পরে খেলা শেষে উভয় দল মিলে রাত্রি ভুজ এর ব্যবস্থা করা হয়।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক