
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ আগস্ট ২০২১ | 375 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। গত ১২ দিনে ভারত থেকে ১২ কোটি ৭১ হাজার ৫৬১ টাকার গম আমদানি করা হয়েছে।
টনপ্রতি ২৩৬১৬ টাকা মূল্যে ৪৪৮২.৩৪ মেট্রিকটন গম আমদানি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল রাজশাহী।
এদিকে আমদানি বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে শত শত ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করছে।ভারত থেকে আসা ট্রাক ড্রাইভাররা স্থলবন্দর এলাকায় অবাধে ঘোরাফেরা করছে মানছেন না কোন স্বাস্থ্যবিধি ব্যবহার করছেনা মাস্ক।তাছাড়া স্থলবন্দর এলাকার দোকান গুলোতে বসে চা খাচ্ছেন ও সময় কাটাচ্ছেন তারা।
ভারতীয় ট্রাক ড্রাইভাররা জানান,তারা বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে কোন প্রকার সুরক্ষা সামগ্রী বা কোন প্রকার শারীরিক পরীক্ষা করা হচ্ছেনা।
আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক ট্রাফিক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,আমরা ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করার সময় সেনিটাইজার করছি এবং ভারতীয় ড্রাইভারদের গাড়ি থেকে না নামতে বলছি ও বন্দরে শ্রমিকদের মাস্ক পরিধান করে যথাসম্ভব স্বাস্থ্যবিধি বজায় রেখে কাজ করতে বলা হচ্ছে।
উল্লেখ্য আখাউড়া স্থলবন্দরের তিনজন সিএন্ডএফ এজেন্ট এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।একজন সুস্থ হয়েছে।আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Posted ৬:১৭ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |