
| বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮ | 1266 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান# ভারতের ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে আমদানি ও রপ্তানিকারকরা।
গতকাল বুধবার ভারতে রপ্তানীকৃত প্রায় ১১টন মাছ আগরতলা বন্দরে আটককে পড়ায় অনির্দিষ্টকালের জন্য মাছ আমদানী বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বুধবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১১টন দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ভারতে রপ্তানী হয়। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। কিন্তু আগরতলার ব্যবসায়ীদের একটি অংশ সেই মাছগুলো বন্দর থেকে বাজারে নিয়ে যেতে বাধা দেয়।
এতে মাছগুলো সারাদিন বন্দরে আটকে পড়ে থাকে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকার ক্ষতির সম্মুখীন হয়। এতে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেদেশের ব্যবসায়ীরা মাছ আমদানী করবে না বলে বাংলাদেশের ব্যবসায়ীদরেকে জানিয়েদেয়। তারই পেক্ষিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশী মাছ ব্যাবসায়ীরা।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |