
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ | 198 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্বাঞ্চলের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ জুন) বৃহস্পতিবার বিকেলে অত্র স্কুলের সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, হিরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শাহ আলম খন্দকার, আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ রাজীব উদ্দিন ভূঁইয়া, সদস্য নাসির ভূঁইয়া, শাহরিয়ার মোল্লা প্রমুখ।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শিক্ষাকতা পেশা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের মাধ্যমে দেশের সুনাগরিক প্রতিষ্ঠিত হয়। এসময় তিনি বিদ্যালয়কে জাতীয়করণ এবং সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের কাছে দ্বারস্থ হবেন এবং ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |