
অমিত হাসান অপু | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | 37 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ আসামী মোঃ মহিউদ্দিন(৫৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ৪ নং উওর ইউনিয়নের করোয়াতলী গ্রামের মৃত হাজী মোঃ আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ইউনিয়নের করোয়াতলী গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৭০পিস ইয়াবাসহ মোঃ মহিউদ্দিন কে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য যে আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
আখাউড়া থানার (ওসি তদন্ত) মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Posted ৪:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম