শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় কবীর আহমেদ ভূইয়ার, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক

রওনক ইসলাম   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

আখাউড়ায় কবীর আহমেদ ভূইয়ার, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

এ সময় কবির আহমেদ ভুইয়া বলেন, আমরা কসবা-,আখাউড়ারবাসী বহু বছর ধরে অবহেলিত ও নির্যাতিত ছিলাম। গত ১৭ বছরে এই অঞ্চলের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। প্রতিদিন দেখি, মানুষ কত কষ্ট করে চলাফেরা করছে, সত্যিই খুব কষ্ট লাগে। এই এলাকায় গত ১৫ বছর ধরে একজন মন্ত্রী ছিলেন, কিন্তু একটিও রাস্তা চলাচলের উপযোগী করা হয়নি। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

আমি গণসংযোগের অংশ হিসেবে গ্রাম থেকে গ্রামে যাচ্ছি, মানুষের দুঃখ-কষ্টের কথা জানার চেষ্টা করছি। কিন্তু গ্রামগুলোর রাস্তাঘাটের অবস্থা দেখে মন ভারী হয়ে যায় কোথাও একটাও ভালো রাস্তা নেই।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরও বলেন, যখন আপনারা অভিভাবকহীন ছিলেন, তখন আমি আপনাদের পাশে ছিলাম। দলের দুঃসময়ে আমি আপনাদের এলাকায় কাজ করেছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি। আজও সেই দায়িত্ববোধ থেকেই আমি এখানে, আপনাদের পাশে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা সহ আরো অনেকে।

Facebook Comments Box


Posted ৬:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com