
আনিছুর রহমান | রবিবার, ০১ আগস্ট ২০২১ | 715 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।এছাড়া স্বামী স্ত্রীসহ নতুন করে আরো ৭জন করোনা পজিটিভ হয়েছে।
রবিবার সকাল ১১টার করোনার উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়।তার নাম অলি মিয়া (৬৫)। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যামল চন্দ্র ভৌমিক জানান, সকাল ৯টার দিকে পরিবারের লোকজন অলি মিয়াকে হাসপাতালে নিয়ে আসেন। তার জ্বর,সর্দি, ও শ্বাস কষ্ট ছিল। করোনা উপসর্গ থাকায় কর্তব্যরত চিকিসক তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখেন। ঘন্টা দুয়েক পরে তিনি মারা যান।
নিহতের করোনা স্যাম্পল নেওয়া হয়নি।মৃত ব্যক্তিকে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।এদিকে বর্তমানে ৩ জন করোনা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলায় আজ(১লা আগষ্ট)পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪২০ জন। সুস্থ্য হয়েছেন ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।বাকীরা বিভিন্ন জায়গায় আইসোলেশনে আছেন।
Posted ৭:০২ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |