নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার পৌর শহরের খড়মপুর রেল ক্রসিং এলাকার পাকা রাস্তায় তল্লাশি কালে ১০ কেজি গাঁজাসহ মোঃ ওবায়দুর মিয়া(২৯), আবু তালেব সুমন ঠাকুর (২৮), কে গ্রেফতার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


