নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাত আটটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ছমি উদ্দিন।
পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার পৌরসহরের দেবগ্রাম এলাকায় আখাউড়া মোগড়া সড়কে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদ ও একটি ইজিবাইকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড়াবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে নাজমুল(৩৫), এবং আখাউড়া পৌর শহরের হরিজন কলোনীর অনিল হরিজনের ছেলে সবুজ হরিজন(৩২),
পরে চোলাই মদ ও ইজিবাইক তালিকা মূলে জব্দ করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতের সোপর্দ করা হয়েছে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


