
অমিত হাসান অপু: | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | 618 বার পঠিত | প্রিন্ট
‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সভাপতিত্বে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুসেলহ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, তথ্য আপা জিন্নাত ফেরদৌস, জিআরপি থানার উপ- পরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ছেলে-মেয়েকে আলাদা দৃষ্টিতে না দেখে তাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। কন্যা শিশুর সাথে কোন বৈষম্য না করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বি করে করে তোলার আহবানান জানানো হয়।
Posted ৬:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম