
| সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | 482 বার পঠিত | প্রিন্ট
“আখাউড়ায় নয়াদিল গ্রামে পুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার ক্ষতি” মাছ চাষির মাথায় হাত……
মোঃ আবির হোসেন# আখাউড়া নয়াদিল গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুর মালিক। গতকাল বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের মোঃ সেলিম মিয়া’র মাছের ১৬ বিঘা পুকুরে এ ঘটনা ঘটে।
ওই পুকুরের মালিক চাষী মোঃ সেলিম মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আমরা পুকুর পারে পাহারায় ছিলাম। রাত প্রায় ১২.০০ ঘটিকার দিকে মোঃ মাসুম মিয়া ও তার সঙ্গপাঙ্গ নিয়া আমার মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছধরে নিয়ে যায় । সকালে প্রতিবেশীরা পুকুরে মাছ ভাসতে দেখে আমাকে খরব দেয়।
তিনি বলেন, আমি পুকুরে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। সকাল পর্যন্ত কিছু মাছ বেঁচে ছিলো। তা গ্রামের প্রতিবেশী বিভিন্ন ভাবে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার পুকুরে রুই, কাতল, তেলাপিয়া, গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছ মরে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
Posted ১:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
Akhaurar Alo 24 | সাফায়েত হোসেন