
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১১ এপ্রিল ২০২২ | 145 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বেলা ১১টায় পৌরশহরের সড়ক বাজারে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ফল বিক্রেতাদের ক্রয়ের রসিদ যাচাই করে দেখেন আদালত। অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত বিক্রেতারা হলো সিদ্দিক মিয়া, নাঈম ও হৃদয়। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম।
এসময় হনুফা বেগম নামে এক নারী বলেন, মাঝারী সাইজের একটি তরমুজ সাড়ে তিনশ টাকা বলেছি। বিক্রেতা তবুও দিচ্ছে না। এত দাম হলে বাচ্চাদেরকে কিভাবে তরমুজ খাওয়াবো। আদালতের কাছে বিক্রেতারা ক্রয়কৃত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তরমুজ বিক্রি করার অঙ্গীকার করেন।
উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তিন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভাম্যমান আদালত অব্যাহত থাকবে।
Posted ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |