
| মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | 381 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধিঃ
আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোবারক হোসেন রতনের ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আখাউড়া থানার সামনে,কলেজপাড়া শ্মশান এর সামনে,আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে,মসজিদপাড়া ফায়ার সার্ভিসের সামনে,দেবগ্রাম আমতুলী ও শিমুলতুলী বাজারের মোড় এবং কলেজপাড়া বাইপাস মোড়সহ পৌরশহরের বিভিন্ন স্থানে পৌর মেয়র পদপ্রার্থী মোবারক হোসেন রতন এর ফেস্টুন ও পোস্টার ছেড়া অবস্থায় রাস্তার কিনারা ও ডাস্টবিনে পড়ে রয়েছে।
পোস্টার ছেড়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছে সচেতন মহলসহ তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় প্রবীণ এক ভোটার বলেন,‘রতন ভাইয়ের পোস্টার ছিঁড়েছে কিন্তু আমাদের মন ছিঁড়তে পারেনি।গত নির্বাচনেও সে অনেক ভোট পেয়েছিল।এবারও তার জোয়ার উইট্টা বইছে।’
এ বিষয়ে বাংলাদেশ শ্রমিকলীগের আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,‘আমার মনে হয় মোবারক হোসেন রতনের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বেনার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে।এগুলো করে তাকে জনগনের মন থেকে মুছতে পারবে না।’
পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরমেয়র পদপ্রার্থী মোবারক হোসেন রতন বলেন,‘আমি বিগত ২০১০সালে আখাউড়া পৌরমেয়র পদে নির্বাচন করেছিলাম।আখাউড়া পৌরসভার ভোটারগণ আমার পাশে আছে।গত রাতের অন্ধকারে কে বা কারা আমার ফেস্টুন ও পোষ্টার ছিঁড়েছে তা জানিনা।আমার ব্যানার ফেস্টুন ছিঁড়েছে তাতে আমার কোনো দুঃখ নাই।আমার অত্যন্ত কষ্ট লাগে আমার পোস্টারের মধ্যে আখাউড়া-কসবার সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক,আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পোস্টার ছিঁড়ে রাস্তায় ও ডাস্টবিনে ফেলে তাদেরকে অপমান করায় আমি অনেক কষ্ট পেয়েছি।আমি একজন আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।দলীয় নমিনেশন পেলে আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়রপদে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে পারবো বলে আমি আশাবাদী।যারা এ নেক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে খোঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |