নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌরশহরের সড়ক বাজার, লাল বাজার, রাধানগ এলাকা ঘুরে পৌর মুক্তমঞ্চের সামনে ফিরে আসে।
র্যালীতে উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। র্যালী শেষে পৌর মুক্তমঞ্চের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেনর সভাপতিতে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সারোয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান মোল্লা, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ ভ্ইূয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহসীন ভূইয়। বক্তারা বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যুবদল সব সময় অগ্রণি ভূমিকা পালন করে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কসবা-আখাউড়ার বিএনপির রাজনৈতিক অভিভাবক আলহাজ¦ কবীর আহমেদ ভূইয়ার নেতৃত্বে আমরা যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।
Posted ৯:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


