মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আপনি জিতুন প্রধানমন্ত্রীকে: মমতা

  |   সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | 1032 বার পঠিত | প্রিন্ট

আপনি জিতুন প্রধানমন্ত্রীকে: মমতা

আখাউড়ার আলো ২৪ ডেস্ক:আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয় কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, তিনি বাংলাদেশ সফরে আসবেন।
আজ সোমবার এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি মমতাও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে ভেড়ামারায় দ্বিতীয় ব্লক স্টেশন এবং আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইনের বাংলাদেশ অংশের নির্মাণ কাজ এবং মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলসংযোগ পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ উপলক্ষেই এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় মমতার পাশাপাশি ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন হয় শেখ হাসিনার। পরস্পরে কুশল বিনিময় ছাড়াও একে অপরের দেশ সফরের আমন্ত্রণ জানান।
মমতাকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আবার আসুন বেড়াতে, সেটাই চাই।’
মমতা বলেন, ‘নিশ্চয় আসব, আপনি জিতুন, নিশ্চয় আসব।’
এ সময় প্রধানমন্ত্রী উচ্চস্বরে হাসেন কিছুক্ষণ।
অনুষ্ঠানে মমতা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে তার ইচ্ছার কথা বলেন। বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকেন। এ সময় বাংলাদেশকে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেয়ার ইচ্ছার কথা জানান মমতা।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব ভালো হলো, এটা বিরাট কাজ, এক হাজার মেগাওয়াটের জন্য আমরা অপেক্ষায় আছি।’
মমতা বলেন, ‘আমি রাজি আছি, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে আমরা দেব, আপনাদের কাজে লাগবে ভালো।’
শেখ হাসিনার কাছে আসবেন বিপ্লব
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব পেয়ে জানিয়েছিলেন, তিনি বিদেশ সফরে গেলে প্রথমে বাংলাদেশে আসবেন।
বিপ্লবের পূর্বপুরুষ চাঁদপুরের কচুয়া থেকে ত্রিপুরায় গিয়েছিলেন। আর এ কারণে বাংলাদেশের প্রতি তার এক ধরনের টান রয়েছে।
প্রধানমন্ত্রী বিপ্লবকে বলেন, ‘বাংলাদেশে কবে আসবেন?’
বিপ্লব বলেন, ‘আসব আপনার কাছে। কোনো একটা কার্যক্রম করে আমি আসব। আমি বলেছিলাম প্রথম আসব আপনার কাছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনার অপেক্ষায় আছি।’
বিপ্লব বলেন, ‘আসব আসব, আপনি ভালো থাকেন।’


Facebook Comments Box


Posted ১:৪০ অপরাহ্ণ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com