রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আফ্রিকায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুসংখ্যা

  |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | 1248 বার পঠিত | প্রিন্ট

আফ্রিকায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকায় মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুসংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফ্রিকা মহাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ হতে প্রথমে ১০০ দিন সময় লাগে। পরে ১৮ দিনের ব্যবধানে তা দুই লাখ ছাড়ায়। পরের ২০ দিনে এ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ডব্লিউএইচওর মতে, আফ্রিকার বেশির ভাগ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা আর সর্বাধিক মৃত্যু হয়েছে মিসরে। দক্ষিণ আফ্রিকায় দুই লাখ পাঁচ হাজার ৭২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৩১০ জনের। সুস্থ হতে পেরেছে ৯৭ হাজার ৮৪৮ জন। মিসরে আক্রান্ত ৭৬ হাজার ২২২ জনের মধ্যে তিন হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে।


আফ্রিকার পাঁচ দেশে মৃত্যুহার বৈশ্বিক ৫ শতাংশ মৃত্যুহারের চেয়ে বেশি। শাদে করোনায় আক্রান্তদের সাড়ে ৮ শতাংশের মৃত্যু হয়েছে। আলজেরিয়ায় ৬ দশমিক ৬ শতাংশ, নাইজারে ৬ দশমিক ২, বুরকিনা ফাসোতে ৫ দশমিক ৫ এবং মালিতে ৫ দশমিক ৩ শতাংশ করোনায় আক্রান্তের মৃত্যু হচ্ছে।

নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় আফ্রিকার ১০টি দেশ ৮০ শতাংশ পরীক্ষা করিয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। এরপরই রয়েছে মরক্কো, ঘানা, মিসর, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, কেনিয়া, নাইজেরিয়া ও রুয়ান্ডা।


Facebook Comments Box

Posted ৫:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস

(552 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com