| শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | 681 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে আবারো ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তরুণ যুবলীগ নেতা আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো:মোরাদ হোসেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে ছাত্র জীবন থেকে বর্তমান পেক্ষাপটে রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। তিনি ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন।
মো:মোরাদ হোসেন ইতিমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি পুরো উপজেলা জুড়ে জনগনের দ্বারে দ্বারে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং জননেত্রী শেখ হাসিনার ও আইন মন্ত্রী আনিসুল হকের উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরছেন।
তিনি আইন মন্ত্রীর আস্থাভাজন সম্প্রতি একাদ্বশ জাতীয় নির্বাচনেও তার ভূমিকা ছিলো অতুলনীয়।
তিনি বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। আর তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাবাসী সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
Posted ৩:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক