
| শনিবার, ১৫ জুন ২০১৯ | 1103 বার পঠিত | প্রিন্ট
সূত্র:অনলাইন
ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বড়তল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে সুজন (১৪) ও রিফাত (১৩)।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, বড়তল্লা এলাকায় রেললাইনের পাশেই সুজন-রিফাতের বাড়ি। বিকেলে রেললাইনের পাশে তারা খেলা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
Posted ৩:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম