
| শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮ | 1072 বার পঠিত | প্রিন্ট
আশুগঞ্জ রেল- স্টেশন থেকে ছিনতাইয়ের অভিযোগে ৫ নারী ‘কে আটক করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ সেপ্টেম্বর শক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা গামী উপকূল ট্রেন আশুগঞ্জ রেল- স্টেশনে পৌছালে ৫ সদস্যের একটি ছিনতাইকারী নারী চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে উপকূল ট্রেনে উঠে। স্হানীয় কিছু লোক ছিনতাইকারী সন্দেহে আটক করে। পরে আশুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেঁ তাদের আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, আনু সুমি (২৪) সাফিয়া (৩৫) কুলসোম (৩৫) নাছিমা (৩৮) ও রোনা বেগম (৪০) তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা, এব্যাপারে আশুগঞ্জ থানার উপ- পরিদর্শক ( এস আই) ভক্ত দত্ত জানান। ঘটনাটি রেল- স্টেশনে ঘটেছে তাই রেলওয়ে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি দাস জানান, আশুগঞ্জ থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ৫ জনকে নিয়ে আসা হয়েছে। সকলের কথাবার্তা শুনে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |