| শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | প্রিন্ট

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ও সামিয়া নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
দুই বোনের মধ্যে একজনের বয়স ১০ বছর ও অপরজনের বয়স ৮ বছর। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা উক্ত গ্রামের সাদির মিয়ার কন্যা।
স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাযের পূর্ব থেকে দুই বোনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুজির পর বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তাদের জামা ও চুল দেখতে পায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে আশুগঞ্জ শহরের রেলগেইট এলাকার মেডিল্যাব হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Posted ২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


