
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | 41 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় বৃহস্পতিবার ১০০ টি পরিবারের মধ্যে নগদ টাকা বিতরন করছে বন্ধুমহল-৯৬,কোড্ডা। কোড্ডা গ্রামের অসহায় মানুষের পাশে এই সংগঠন অনেক বছর যাবত কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে উক্ত সংগঠনের সভাপতি কোড্ডা গ্রামের কৃতি সন্তান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (পরিচালক) ইন্জিনিয়ার মো: নজরুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের বন্ধুমহল-৯৬ এর সকলেই শিক্ষিত এবং ভদ্র হিসেবে গ্রামের সকলেই আমাদেরকে সম্মানের চোখে দেখে ।
যেহেতু আমাদের বন্ধুমহলের সকলেই প্রতিষ্ঠিত যার ফলে গ্রামের গরিব মানুষের প্রত্যাশাও একটু বেশী।যার ফলে আমাদের সকলেই স্বস্ব অবস্হান থেকে গোপনে সাধ্যে অনুযায়ী উপহার দিয়ে থাকি।গ্রামের যে কোন মানুষ যে কোন সময় আমাদের কাছে সাহায্য চাইলে গোপনে দিয়ে থাকি।যেহেতু এই উপহার সংগঠন থেকে দেওয়া হয়েছে তাই এটা জানানো হলো কারন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অংশ এই উপহার।হাদিসে আছে গোপন দান উত্তম দান কিন্তু জানিয়েও দান করা যাবে যদি উদ্দেশ্য হয় আমাদের দেখে অন্যরাও উৎসাহ পাবে এবং উপহার দিবে।আমাদের দেখে উৎসাহ পেয়ে আমাদের গ্রামের অনেক সংগঠন গরিবদের উপহার দিচ্ছে।আমাদের সংগঠনের পক্ষ থেকে তাঁদেরকেও সাধুবাদ জানাই।আমার জানা মতে বাংলাদেশের একমাত্র গ্রাম কোড্ডা গ্রাম যেখানে ৯৬ ব্যাচের প্রায় ৩৩ জন শিক্ষিত ছেলে মেয়ে দেশ বিদেশে প্রতিষ্ঠিত।
উনি আরো বলেন, উক্ত অরাজনৈতিক সংগঠনটির প্রজ্ঞা হচ্ছে ভাল কাজে মানুষের পাশে থাকা ও সাধ্য অনুযায়ী গরিব মানুষদের সাহায্য করা। বিভিন্ন পরিবারের মাঝে নগদ টাকা বিতরনের সময় উপস্হিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া সাবেক ছাত্রনেতা, জনাব মোঃ ইন্জিঃ আফজালুর রহমান আফু, উক্ত সংগঠনের সাধারন সম্পাদক রুমেল আহমেদ, সহ সভাপতি উজ্জল ভূইয়া, সহ সভাপতি কোদরত আলী, সাংগঠনিক সম্পাদক মাজহার সবুজ, কোষাধ্যক্ষ রোমান বাদশাহ, জুয়েল মিয়া,স্বপন ভূইয়া, আব্দুল রাজ্জাক, যুবনেতা আনিস মিয়া, সাংবাদিক মোঃ রতন মিয়া, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা শাহেদ কাজী প্রমূখ।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম