
| সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | 371 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত ওলিচান ভূঁইয়ার ছেলে হাসান উল্লাহ (৩৭) দীর্ঘ পাঁচ বছর যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত। তিনি জানান এ পর্যন্ত ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ করেছি নিজের সর্বস্ব হারিয়ে চিকিৎসা ব্যয় বহন করেছি। এখন ওষুধ কেনার মত সামর্থ্য নেই আমার। প্রত্যেকদিন প্রায় ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার ঔষধ সেবন করতে হয় কিন্তু অর্থের অভাবে মিটাতে পারছিনা চিকিৎসার খরচ।ডান হাত ও ডান পা পেরালাইস্ট হয়েছিলো যদিও এখন হাত পা নাড়াচাড়া করতে পারছি কিন্তু ডায়াবেটিস অনেক বাড়তি থাকে একটা ইনফেকশন রয়েছে পেটের নিচের অংশে।একটি কিডনি বিকল হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।
এখন কোন কাজ করে খেতে পারছি না নিরুপায় হয়ে মানুষের কাছে সাহায্যের আবেদন করছি।
এর মধ্যেই হাসান উল্লার স্ত্রী ব্রেইন স্ট্রোক করেছে তার পরিবারে ২ মেয়ে ১ ছেলে তাদের ভরণপোষণ খাবারের যোগান দেওয়া এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার জন্য।
হাসান উল্লাহ কে সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ হাসান উল্লাহ বিকাশ পার্সোনাল ০১৮৪৯৫০৭২১০
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম