
| সোমবার, ০৪ মে ২০২০ | 1127 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসের আতংকে রাজধানীর খিলগাঁওয়ে আজ সোমবার সকালে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তোফাজ্জল নামের ওই পুলিশ সদস্য বিশেষ শাখা এসবিতে কর্মরত ছিলেন।সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের সাহেদ মিয়ার ছেলে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এই নিয়ে তার স্ত্রীর কাছে সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |