
| শনিবার, ১১ জুলাই ২০২০ | 1406 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক :
মাত্র দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। এবার দুঃসংবাদ দিলেন। জানালেন, মা-বাবা ও স্বামীসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১০জুলাই) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোয়েল মল্লিক এ খবর জানান। লেখেন, ‘বাবা, মা, রানে (স্বামী) ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সেলফ কোয়ারেন্টিনে আছি।’
পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তরা অভিনেত্রী ও তাঁর পরিবারের সবার জন্য শুভকামনা জানাতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমিও (করোনা) পজিটিভ। সবার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর দ্রুত আপনাদের সুস্থ করে দিন।’ কোয়েলের সন্তানের খোঁজও নিচ্ছেন ভক্তরা।
কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।
Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |