
কসবা প্রতিনিধি: | রবিবার, ১৮ জুলাই ২০২১ | 584 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুপক্ষের মারামারিতে মোঃ শাহ আলম(৩৫) নামে এক ব্যক্তি আহত হন।পরে শনিবার দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার মোঃ ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে কসবা উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বাইজিদের সাথে বাকবিতণ্ডা হয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর ভূইয়া জানান,শাহ আলমের মৃত্যুতে থানায় মামলা হয়েছে।পুলিশ এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |