
| বুধবার, ১১ জুলাই ২০১৮ | 2166 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পৌরসভার চড়নাল গ্রামের আরকান (৩৮)কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ও টিকেট কালোবাজারী বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রধান আসামী খলিল (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে কসবা থানার পুলিশ ২দিনের রিমান্ডে আনা হয়েছে বলে খবর পাওয়া যায়।
গত ১০ জুলাই কসবা থানার কর্মরত এস আই মো: বেলাল হোসেন,এস আই কবীর হোসেন সঙ্গীয় অফিসারদের নিয়ে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের আব্দু রাজ্জাকের পুত্র আরকানকে তরবারিসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কসবা থানায় একটি অস্ত্র মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবারে জেলা কারাগারে প্রেরণ করেন বলে কসবা থানা পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ জানান। এবং কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনের টিকেট কালোবাজারী পুলিশী দায়ের করা মামলার প্রধান আসামী মো:খলিল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত থেকে বুধবার বিকালে ২দিনের রিমান্ডে এনেছেন বলে তিনি জানান।
Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক