
| বুধবার, ১২ জুন ২০১৯ | 1069 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শরীফ মিয়া (১৮)। এ ঘটনায় শরিফের সঙ্গে মোটরসাইকেলে থাকা রিফাত মিয়া (১৬) নামে আরও এক আরোহী আহত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামের আওলাদ মিয়ার ছেলে। আহত রিফাত একই এলাকার কামাল মিয়ার ছেলে।
আহত রিফাত সাংবাদিকদের বলেন, দুপুরে মোটরসাইকেলে করে কসবার মনকসাই এলাকা থেকে তিনলাখপীর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শরীফ মারা যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম