
| শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | 503 বার পঠিত | প্রিন্ট
কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকভর্তি ৭০ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন (৩৮) ও রফিকুল ইসলাম (৩০) দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে উপজেলার সদরের টি আলী বাড়ির মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ইকবাল ওই উপজেলার কুঠি ইউনিয়নের মেহারি গ্রামের সাবির আহমেদের ছেলে এবং রফিকুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টি আলী বাড়ি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৭০ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে আটক করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক