| বুধবার, ২৪ জুন ২০২০ | প্রিন্ট

কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা করোনা মুক্ত হয়েছেন। বুধবার বিকালে সভাপতি নিজেই এ তথ্য জানান।করোনা নেগেটিভের খবরে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের ১৩ জুলাই তৃতীয়বারের মতো নমুনা নেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সেই নমুনা সংগ্রহের রিপোর্ট আসে ২৪ জুলাই বুধবার। এতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খানের ফলাফল নেগেটিভ আসে। অপরদিকে সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহারও ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে ২৭ মে সন্ধ্যায় মোঃ সোলেমান খান ও ২ জুন নেপাল চন্দ্র সাহা করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। তখন থেকেই তারা কসবার শাহাপাড়া নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান জানান তারা দুজনকেই বাসায় বসে চিকিৎসা সেবা প্রদান করা হয় দুজনেই এখন করোনা মুক্ত।
Posted ৬:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


