
| মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | 498 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় এক ছাত্রীকে (১৩) ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ। উপর্যুপরি ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে গতকাল রাতে গ্রেফতার করে।
সূত্রে জানা যায়, পোড়াদহের সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার আব্দুল কাদের। গত সেপ্টেম্বর মাসের ৪ তারিখ রবিবার তিনি খুব ভোরে আনুমানিক পাঁচটার দিকে ঐ ছাত্রীকে তার কক্ষে ডেকে পাঠায়। মাদ্রাসার ঐ ছাত্রীটি তার কক্ষে আসলে তাকে তিনি জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর একইভাবে রাত আটটার দিকে আবারও ওই ছাত্রীকে ডেকে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।
উপর্যুপরি ধর্ষণের পর মাদ্রাসা সুপার আব্দুল কাদের এই বিষয়টি কেউ যেন না জানে তার জন্য ঐ কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে সতর্ক করে। ধর্ষণের শিকার ওই কিশোরী মাদ্রাসার আবাসিক ছাত্রী তার এক সহপাঠীকে ঘটনাটি বলে দেয়। ঘটনাটি শিানার পর ওই সহপাঠী ধর্ষিতা ছাত্রীর পিতাকে মোবাইল ফোনে সবকিছু জানিয়ে দেয়। তার পিতা এ ঘটনা জানামাত্র তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এবং বাদী হয়ে সোমবার মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় হামলা-ভাঙচুর চালায়। ওই মাদ্রাসায় ৩০/৩৫ জন ছাত্রী ছিলেন। এদিকে এ ঘটনার পর সব ছাত্রী মাদ্রাসা ছেড়ে চলে যান। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার আব্দুল কাদের পালিয়ে ছিলেন। তবে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার কাদেরকে গতকাল রাতেই গ্রেফতার করে।
ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানালেন, মিরপুর থানার ওসি।
Posted ৪:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |