
| রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯ | 537 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আগেই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), ডা. দীপু মণি (শিক্ষা), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), তাজুল ইসলাম (এলজিআরডি), এম এ মান্নান (পরিকল্পনা), এনামুল হক শামীম (উপমন্ত্রী, পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (প্রতিমন্ত্রী, শিক্ষা), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), শ. ম. রেজাউল করিম (গণপূর্ত), শাহাবুদ্দিন (পরিবেশ), টিপু মুন্সী (বাণিজ্য), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), ডা. এনামুর রহমান (প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ), হাসান মাহমুদ (তথ্য), এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), বীর বাহাদুর ঊ শৈ সিং (পার্বত্য), সাইফুজ্জামান চৌধুরী জাভেদ (ভূমি), মোস্তাফা জব্বার (বিজ্ঞান ও প্রযুক্তি), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), মন্নুজান সুফিয়ান (শ্রম) প্রমুখ।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |