সোমবার ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’-আইনমন্ত্রী

  |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | 878 বার পঠিত | প্রিন্ট

‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম#

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।


আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় আনিসুল হক বলেন,বাংলাদেশের বাউন্ডারিতে যারা অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করে এধরনের অপরাধ ও দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যতই ক্ষমতাসিন হোক না কেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।


বিএনপি সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। তাদের ( বিএনপি) যে চেয়ারম্যান তিনি হচ্ছেন এতিমের টাকা চোর। আদালতের সাব্যস্ত এবং এতিমের টাকা চুরি করার অপরাধে তাকে জেল দেয়া হয়েছে।

তাদের যে সিনিয়র কো চেয়ারম্যান তিনি হচ্ছেন  দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, আমি অপরাধী।  আমাকে ক্ষমা করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। আনিসুল হক বলেন, সেই  দলের নেতা যারা এখন পর্যন্ত চেয়ারম্যান এবং  কো চেয়ারম্যান বদলাতে পারে না তাদের এসব কথা বলা সাজে না।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,উপজেলা আওয়ামিলীগের আহ্ববায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া উপজেলার চেয়াকম্যান্ড আবুল কাসেম ভূইয়া,কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাইছার জীবন প্রমূখ।

Facebook Comments Box

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com