
| বুধবার, ২৩ মে ২০১৮ | 506 বার পঠিত | প্রিন্ট
পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) করা তালিকাসূত্রে সারাদেশে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের বিষ মানুষের মাঝে ছড়াচ্ছে ১৮ হাজার কারবারি। এর মধ্যে ৫০০ জনের একটি হিটলিস্ট তৈরী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের করা লিস্টে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নামও রয়েছে। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হিটলিস্টে যাদের নাম রয়েছে, তাদের কারো ছাড় নেই। প্রত্যেককেই কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দুমাস আগে থেকেই কাজ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার নির্দেশে সব গোয়েন্দা সংস্থা মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষক-গডফাদারদের তালিকা তৈরি করে। পৃথক সেসব তালিকা পাওয়ার পর সেগুলোর সমন্বয়ে নতুন একটি তালিকা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সমন্বিত ওই তালিকার ভিত্তিতে সারাদেশের প্রায় ৫০০ মাদক কারবারির একটি হিটলিস্ট তৈরি করা হয়েছে।আরেকটি তালিকায় থাকা ১৮ হাজার নামের মধ্যে রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, এলাকাভিত্তিক মাদক ডিলার, গডফাদার ও তাদের পৃষ্ঠপোষকেরা। তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রথম অভিযান শুরু করে র্যাব। পরে তাদের দেখাদেখি বিশেষ অভিযান শুরু করে পুলিশও। গতকাল পর্যন্ত ৭ দিনে র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।ডেইলি মিরর ২৪ ডেস্কঃ
Posted ১:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৩ মে ২০১৮
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |