সোমবার ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

গাজীপুর থেকে ফেরার পথে আখাউড়ার যুবক জানলেন তিনি করোনা আক্রান্ত

  |   মঙ্গলবার, ০২ জুন ২০২০ | 937 বার পঠিত | প্রিন্ট

গাজীপুর থেকে ফেরার পথে আখাউড়ার যুবক জানলেন তিনি করোনা আক্রান্ত

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার গাজীপুর থেকে আখাউড়ায় আসার পথে করোনা পজেটিভ আসার খবর তিনি পান। উপজেলার কর্ণেল বাজার এলাকার আইড়ল গ্রামের ওই যুবক নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোন আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৩২ এ।


সোমবার আসা ৩০ জনের ফলাফলে সবারই নেগেটিভ আসে। আক্রান্ত যুবক গাজীপুরে নমুনা পরীক্ষা করিয়েছেন। করোনা আক্রান্ত ওই যুবক জানান, তিনি গাজীপুরের একটি নামী জুতার কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কারখানার অনেকে অসুস্থ হলে তিনি সন্দেহবশত: ২৪ মে নমুনা দেন। সোমবার একটি গাড়ি ভাড়া করে গ্রামের বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি আসা মাত্র মোবাইল ফোনে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। এ অবস্থায় তিনি বাড়িতে না গিয়ে হাসপাতালে ছুটে যান। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়ার আইসোলেশন সেন্টারে জায়গা সংকটের কথা বলে তাঁকে নিজ বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন। রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোঁজ নেন। তবে ওই যুবক জানান, তার শরীরে কোনো ধরণের উপসর্স নেই।

Facebook Comments Box


Posted ২:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com