
| শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | 986 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি#চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ দুপুরে থেকে প্রায় ৫ ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর, বিকেল ৬টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
জানা গেছে, আজ ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগী লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগী উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড থেকে একটি ও লাকসাম থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক বলেন, দুর্ঘটনার পর ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লার শশীদল রেলওয়ে স্টেশনে, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লা, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়ায়, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়ায় ও ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ইমামবাড়ি রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগী উদ্ধার করার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Posted ২:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |