
অমিত হাসান অপু: | বুধবার, ২০ এপ্রিল ২০২২ | 182 বার পঠিত | প্রিন্ট
ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল)বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জবি প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাতিত্বে এবং সাধারণ সম্পাদক আরমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘আশা করি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। তাঁরা সত্যটাকে সামনে নিয়ে আসবে।’
উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার কাজটা করে সাংবাদিকরা। প্রেসক্লাবের সাংবাদিকরাও আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সারাদেশের মানুষের কাছে পৌঁছাবে বলে প্রত্যাশা করেন তিনি।’
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম