দ্বীন ইসলাম খান#
ফাহমিদা খানম(শ্রাবণী) (১৮)বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুল রউফ পাবলিক কলেজ থেকে গেল এইচ এস সি পরিক্ষায় অংশ্রহণ করে GPA-5 পেয়ে কৃতকার্য হয়েছে।
ফাহমিদা খানম আখাউড়া দেবগ্রামের কায়েস আহমেদ খান(তহসিলদার) আশুগঞ্জ ও দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা জীবন আক্তার (বেবী) এর কন্যা ও আখাউড়া টিভি সাংবাদিক বাদল আহাম্মদ খান এর ভাতিজি।
সে বড় হয়ে ডাক্তার হতে চায়, এজন্য দেশ বাসীর কাছে সে ও তার বাবা-মা দোয়া চেয়েছে।