
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | 214 বার পঠিত | প্রিন্ট
জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (আখাউড়া উপজেলা) থেকে সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন ৪০ ভোট। মোঃ সাইফুল ইসলাম আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থীরা হলেন আতাউর রহমান নাজিম (হাতি প্রতীক) ৩৮ ভোট, মোহাম্মদ আলী (তালা) ১ ভোট, খন্দকার মোস্তাক আহমেদ (অটো রিক্সা) ১ ভোট এবং মোঃ ইয়াছিন (টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন।
এর আগে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইভিএম মেশিনে ভোগ গ্রহণ করা হয়। ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া। মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য মোতায়েন ছিল। দুজন ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আল মামুন সরকার (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৬৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
তাছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে সনি আক্তার (ফুটবল) প্রতীকে ৪২ ভোট, নুরুন্নাহার বেগম (মাইক) ৩০ ভোট, মাহমুদা আক্তার (বই) ৬ ভোট এবং মোছেনা বেগম (দোয়াত কলম) ২ ভোট পেয়েছেন।
Posted ৬:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম