
| মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ | 783 বার পঠিত | প্রিন্ট
স্কুলে অডিটে এসে,,,একজন শিক্ষা অফিসার,,
অষ্টমশ্রেনীর ক্ল্যাসে ঢুকলো,,
একজন ছাত্রীকে প্রশ্ন করল,, বলতো এই দেশের প্রেসিডেন্ট কে,,,
ছাত্রী– বলল স্যার শেখ হাসিনা,,
স্যার ” আমি তোমাকে প্রেসিডেন্টের নাম বলতে বলেছি
ছাত্রী – খালেদা জিয়া,,
অডিট স্যার রেগে বলল, তোমাকে অষ্টমশ্রেনীতে কে তুলেছে,, দাড়াও আজ তোমার নাম কেটে দিয়ে যাব,,
ছাত্রী – স্যার আমার নাম কাটতে পারবেন না,, স্যার কেন,,খাতায় কোন আমার নাম নেই,, কারন আমি স্কুলের হোস্টেলে রান্নার কাজ করি,,, স্যারে আমাকে বলেছে স্কুলে অডিট আসবে,, তুই ভাল জামা কাপড় পরে ক্লাসে আসতে,,
অডিট সাহেব,, স্যার কে ডেকে এনে বলল আপনি এই কাজটা কেন করেছেন,, কাজের মেয়েকে ক্ল্যাসে আসতে বলেছেন,, দাড়ান আপনার চাকরি শেষ করে দিব,, স্যারে বলল আপনি আমার চাকরি খায়তে পারবেন না,,, অডিট কেন পারব না,, স্যার আমি কোন টিচার্স না,, আসল টিচার্স আমার বাড়িতে ভাড়া থাকেন, ওনি গরুর ব্যাবসা করেন,, তাই গরু নিয়ে বাজারে গেছে,, আমাকে বলল অডিট আসলে আমি যেন স্যারের বেশে স্কুলে আসি,,,
এবার অডিট রেগে গিয়ে হেড মাষ্টারের নিকট গিয়ে বলল,, আপনারা কি ভাবে স্কুল চালান,, ছাত্রী, শিক্ষক ভাড়া করে স্কুল চালান,, দাড়ান আপনার বিরোদ্ধে ব্যাবস্হা নিচ্ছি,,,
এবার হেড মাষ্টার বললেন,, আপনি আমায় কোন ব্যাবস্হা নিতে পারবেন না,, কারন আমিও হেড মাষ্টার না,, আমার দোলাভাই হেডমাষ্টার,, ওনি আপাকে নিয়ে বেড়াতে গেছে,, আমাকে ১০ হাজার টাকা দিয়ে বলে গেছে,, অডিট আসবে তুই বড় চেয়ারে বসে থাকবি,, ধরা খেলে, ১০ হাজার টাকা দিয়ে দিস,,
এবার অডিট সাহেব,, টাকাটা হাতে নিয়ে হেসে বললেন,, এবারের মত সবাই বেঁচে গেলেন,, হেডমাষ্টার বললেন কেমনে বাঁচলাম স্যার,
অডিট সাহেব বললেন,, আমিও আসল অডিটর নয়,, আমার মামা হল অডিট অফিসার,, তিনি ঠিকাদারি করেন,, টেন্ডার ডপ করতে দেশের বাহিরে গেছেন,,
আমাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছেন,,
কেমন হল,,,,
Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |