
| বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | 318 বার পঠিত | প্রিন্ট
ডেক্স রিপোর্ট:
ঠাকুরগাঁওয়ে স্বামী সাইদুল ইসলামের মরদেহ উদ্ধারের এক ঘণ্টার মাথায় তার স্ত্রী আসমা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার আঁকচা ইউনিয়নের কাজিবস্তি এলাকার টাঙ্গন নদীর পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত সাইদুল ইসলাম আঁকচা ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা। আর আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, সকালে নদীর পাশে সাইদুলের মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাইদুলের মুখে ফেনা ছিল। এর এক ঘণ্টার মাথায় প্রায় এক হাজার মিটার দূর থেকে সাইদুলের স্ত্রী আসমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের ফোর্স পৌঁছেছে। কী কারণে এ ঘটানা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।
Posted ৩:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |