
| সোমবার, ২৫ মার্চ ২০১৯ | 429 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী।
তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। নিশাত যখন জয় বাংলা স্লোগান দিয়েছেন তখন মহিলারা ঘর থেকে বের হতেন না। এই রাজনীতির কারণে তাকে অনেক মূল্য দিতে হয়েছে। মামলার আসামী হয়েছেন। দলের একজন ত্যাগী কর্মী হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও আমাদের সকলের প্রিয় নেতা সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সে আস্তাভাজন ও বিশ্বস্থ।
আমার বিশ্বাস নিশাত পাশ করলে তিনি খুব খুশি হবেন। আমি আজকে আপনাদের কাছে তার জন্যে দোয়া চাইতে এসেছি। তার কোন ভাই নেই। আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করবো প্রত্যেকে তার জন্যে কাজ করে তার জয় নিশ্চিত করবেন। নিশাত জয়ী হলে এই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উন্নয়ন কর্মকান্ডকে তরান্বিত করতে সক্ষম হবেন।
তিনি আরো বলেন নিশাত গত ৫ বছর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তার কাছে কেউ অবমুল্যায়িত হননি। সাধ্য অনুযায়ী নিশাত সদর উপজেলার মানুষের জন্যে কাজ করেছেন। তিনি রোববার সন্ধ্যায় সুলতানপুর ইউনিয়নে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের নির্বাচনী অফিস উদ্ধোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশে এডভোকেট নিশাত তার বক্তৃতায় বলেন- আমার প্রিয় নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশেই আমি আবারো প্রার্থী হয়েছি।
গত ৫ বছর দায়িত্ব পালনকালে তিনি আমাকে মানুষের কল্যাণে কাজ করার জন্যে সহায়তা দিয়েছেন,সাহস জুগিয়েছেন। এই সময়ে তৃণমূলের অবহেলিত নারীদের উন্নয়নে যথাসাধ্য কাজ করেছি। আমি আমার পরিবার ও সংসার ভুলে সার্বক্ষণিক মানুষের জন্যে কাজ করায় নিবেদিত রয়েছি। আবারো নির্বাচিত হলে একই ধারায় কাজ করে যাব এবং নেতার নির্দেশ অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড তথা সমাজের মানুষের জন্যে কাজ করতে সক্ষম হবো। আপনারা আজকে আমাকে যে মূল্যায়ন করেছেন সে জন্যে আমি আপনাদের কাছে ঋণী।
এলাকার বিশিষ্ট মুরুব্বী অহিদ হাজারীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সুলতানপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নজির হাজারী, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা যুবলীগ নেতা আনোয়ার খান বাবু, সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক সাব্বির খান, জেলা ছাত্রলীগ নেতা সিফাত, সুমন খান, মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কার্ত্তিক রঞ্জন ভট্টাচার্য, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম ভূইয়া রাসেল প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মো. শাহআলম ও মাহমুদুর রহমান জগলু। পরে রাধিকা, বিরামপুর ও সেন্দ গ্রামে নিশাতের নির্বাচনী অফিস উদ্ধোধন করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও প্রার্থী এডভোকেট নিশাত এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক