
| সোমবার, ০২ জুলাই ২০১৮ | 707 বার পঠিত | প্রিন্ট
মিজোরাম দিয়ে রাজ্যে প্রবেশকারী ৬ বাংলাদেশী নাগরিককে আটক করলো করবুক থানার পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়।
জানাগেছে ধৃত এই ৬ বাংলাদেশী নাগরিককে পুলিশ অমরপুর আদালতে পেশ করে। আদালত থেকে এই ৬ বাংলাদেশী নাগরিককে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে। বর্তমানে তারা অমরপুর সংশোধনাগারে বন্দি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে ভিসা কিছুই পাওয়া যায়নি। সম্পূর্ণভাবে তারা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছে। পুলিশ ধৃত ৬ বাংলাদেশীকে জিজ্ঞেসাবাদ করলে জানতে পারে তারা কাজের সন্ধানে এই রাজ্যে এসেছে। যদিও পুলিশ এখনো তাদের জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত তাদের ‘কাছে চাঞ্চল্যকর কোন তথ্য হাতে আসেনি। তবে সীমান্তে কাঁটাতারের বেরা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধ ভাবে রাজ্যে তারা প্রবেশ করলো সেই দিক থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
সুএ অনলাইন
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক