
| মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | 897 বার পঠিত | প্রিন্ট
সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃ ব্রক্ষনিত কাউর এক আদেশে জেলার ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে শান্তি-সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এই আদেশ জারি করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে এই আদেশ কার্যকর হয়েছে এবং তা আগামী ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত বলবৎ থাকবে।
জেলা শাসক এই আদেশে জানিয়েছেন, জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ সামরিক বাহিনী/আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনী যারা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।, তাছাড়াও পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতি পত্র যাদের আছে, জরুরি সরকারি কাজে নিযুক্ত ব্যক্তি এবং চিকিৎসার জন্য রোগীদের ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে না। কোনও ব্যাক্তি এই আদেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অভিযুক্ত হবে।
Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |