
| বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | 549 বার পঠিত | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চল্যে আলাদা হামলায় বন্দুকধারীদের গুলিতে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে আরো বেশকিছু মানুষ।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার মধ্যে যোদ্ধারা রকেট চালিত গ্রেনেড গুলি চালানোর একদিন পর, বুধবার বন্দুকধারীরা উত্তর নাইজেরিয়ার দুটি হামলায় ৩৬ জনকে হত্যা করা হলো।
দেশটির সরকারের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বন্দুকধারীদের একটি দল প্রথমে কুতেমেসি গ্রামে মোটরসাইকেলে এসে হানা দেয়। এসময় তাদের হামলায় ১৪ জন নিহত হয়। বন্দুকধারীরা দোকানপাট লুট করে। কদুনা ও ক্যাটসিনা রাজ্যের গ্রামগুলিতে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
ডেইলি পোস্ট ওয়েবসাইটের বরাত দিয়ে এক বিবৃতিতে কাদুনার রাজ্য অভ্যন্তরীণ সুরক্ষা ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার স্যামুয়েল অরুওয়ান বলেন, যে এই রাজ্যে হামলাগুলি নিরাপত্তা বাহিনীর একটি বিমান অভিযানের পরে কয়েকজন সশস্ত্র ডাকাত নিহত হয়।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |