| বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট

মো:সাইফুল ইসলাম
মার্চের ৭ তারিখে ‘ইংগিত’ দিয়েছিলেন চলে যাওয়ার। ফেসবুকের সেই পোস্টটি সত্য করে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক রতন পারভেজ।আজ(১৪ এপ্রিল) বুধবার দুপুর ২টায় নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
পেশাগত কারণে তিনি টেইলার রতন হিসেবেই বেশি পরিচিত ছিলেন। জড়ান সাংবাদিকতায়ও।
কসবা উপজেলার বাদৈর গ্রামের এ মানুষটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন আখাউড়ায়। অবশেষে আজ বুধবার নয়াদিল গ্রামের বাসায় তিনি মারা যান।
সাংবাদিক রতন পারভেজের জানাযা বাদ আসর নয়াদিল জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।পরে কসবা উপজেলার বাদৈর গ্রামে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই ছেলে,এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে সাংবাদিক অংগনে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


