
| মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮ | 694 বার পঠিত | প্রিন্ট
সাইফ খান#
আজ মঙ্গলবার নিখোঁজের একদিন পর আখাউড়ায় আজিম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। মুখে জখমের চিহ্ন থাকায় এই শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু আখাউড়া রাধানগর গ্রামের রুবেল মিয়ার পুত্র।
রুবেল মিয়া জানায়, তার শিশু সন্তান আজিমকে সোমবার দুপুর ১২টা থেকে খুজে না পেয়ে এলাকায় মাইকিং করে। পরে তার বাড়ির পাশে পুকুর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত আজিমের মুখে জখমের চিহ্ন থাকায় তার সন্তানকে কেউ মেরে পুকুরের পানিতে ফেলে দিয়েছে বলে দাবী করেছেন তিনি।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যু রহস্য উৎঘাটন হবে বলেও তিনি জানিয়েছেন।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক