আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।</p>
রোববার (১২ জুলাই)দুপুরে পৌর শহরের খালাজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।</p>
জানা যায়, পৌর শহরের খালাজোড়া এলাকার তাসলিমা আক্তারের দশম শ্রেণি পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক কন্যা সুচী আক্তারকে পাশের এলাকা মসজিদাপাড়ার ব্রাজিল প্রবাসী জিয়া ইসলামের সাথে রোববার বিবাহ হওয়ার কথা ছিল। কনে পক্ষ থেকে বিয়ের সকল আয়োজন করা হয়।</p>
তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে উপজেলা প্রসাশনের ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় কনের মা তাসলিমা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।</p>
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ ধারা মোতাবেক অভিভাবককে আর্থিক জরিমানা করা হয়। সেই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পযর্ন্ত তার কন্যাকে বিয়ে দিবেন না মর্মে কনের মা তাছলিমা বেগম মুচলেকা দিয়েছেন বলেও তিনি জানায়।