বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

বাংলাদেশ এখন মধ্য আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | 263 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ এখন মধ্য আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের বুকে একটি মধ্য আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আজ(৩০ এপ্রিল) শনিবার দুপুরে ভারতের আগরতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ আইটি বিজনেস সামিট সম্মেলনে যোগদান শেষে আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, ভারত আমাদের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে অবশ্যম্ভাবী করতে ভারত যেমন সহযোগিতার হাত বাড়িয়েছিল, তেমনি বাংলাদেশের উন্নয়নে ভারত আমাদের উন্নয়ন সহযোগী। তিনি বলেন আগরতলায় বিজনেস সামিটের মধ্য দিয়ে ত্রিপুরাতে আমাদের ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস এবং সফটওয়্যার রপ্তানি, ই-কমার্স, বিপিও সেক্টরে বাংলাদেশের একটা নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে।

তিনি বলেন ল্যান্ড বাউন্ডারি দিয়ে ডিজিটাল এক্টিভিটিসকে কখনো বাধাগ্রস্ত করা যায় না।এ সময় প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আইসিটি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের পরামর্শে সারা বাংলাদেশে ৪৩টি হাই-টেক পার্ক এবং ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারসহ ১৩৪ টি হাই-টেক ও আইটি পার্ক স্থাপনা করা হচ্ছে।


এ সুযোগকে কাজে লাগিয়ে ভারতের ত্রিপুরাসহ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহরগুলোতে হাই-টেক পার্ক গড়ে তোলে আইসিটি বিনিয়োগকারীদের আসার সুযোগ করে দিতে চান বলে মন্তব্য করেছেন।

এসময় অন্যাদের মধ্যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, সহকারী হাইকমিশনের ফাস্ট সেত্রুেটারী মো. রেজাউল হক চৌধুরী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন শাপলু প্রমূখ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ৩০ এপ্রিল ২০২২

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com