
| শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮ | 1112 বার পঠিত | প্রিন্ট
জুটন বনিক : বিএনপি সব সময় ষড়যন্ত্র করে প্রসাদে বসে বসে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শুক্রবার দুপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, পাকিস্থান এবং বাংলাদেশের আমলে আওয়ামীলীগ জনগণের সরাসরি ভোটে বার বার ক্ষমতায় এসেছে আর বিএনপি ষড়যন্ত্র করে প্রাসাদে বসে বসে ক্ষমতায় আসে। আগামি নির্বাচনে জনগণ ইভিএমের মাধ্যমে হোক আর সরাসরি ভোট দিক তা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- আহবায়ক আবুল কাশেম ভূইয়া, সেলিম ভূইয়া, আইনমন্ত্রী সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট,রাশেদুল কাওছার জীবন, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দিন, আইন মন্ত্রীর পি,এ শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়ায় আসেন। পরে উপজেলার গাজীর বাজার, ছয়গড়িয়া, রাজেন্দ্রপুরসহ কর্ণেলবাজারে সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং সাধারন জনগনের বিভিন্ন সমস্যা নোট করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক